মূলত দিল্লির ছেলে হলেও, সিনেমার কারণে মুম্বই এখন স্থায়ী বাসস্থান শাহরুখের। তবে জানা গেল তাঁর সেকেন্ড হোম হচ্ছে দুবাই।সময়ে সুযোগ হলে দুবাইতে গিয়ে ছুটি কাটান বাদশা। সেখানে তাঁর বিশাল সম্পত্তি। বিশ্বের বৃহত্তম নকল দ্বীপ দুবাইয়ের পাম জুমেইরায় শাহরুখের এই বাংলো। দোতলা বাংলোটি ১৪ হাজার বর্গফুটের। আছে ৬টি বেডরুম। শুধু দুবাই নয়, আবু ধাবিতেও তাঁর সস্পত্তি আছে বলে শোনা যায়। এবার আবু ধাবিতেই শাহরুকের দল KKR-এর হোম টাউন। সেখানে তাঁদের সুবিধাৰ্থে মাঠের সঙ্গে লাগোয়া হোটেল রিজ-কার্ল্টনে দলের থাকার ব্যবস্থা করেছেন কিং খান। তবে তিনি কবে যাবেন বা করোনা আবহে যাবেন কিনা আদৌ তার হদিশ নেই। তবে দলের সাথে থাকা শাহরুখ হয়তো নকআউট পর্যায়ে গেলে দলের সাথে যোগ দিতে পারেন। অবশ্য অন্য একটি সূত্র জানাচ্ছে, শাহরুখের মুড, যে কোনও সময়ই পৌঁছে যাবেন মরুশহরে|
Post a Comment
Thank You for your important feedback