ফের টার্গেট মদন মিত্র শুক্রবার বালিগঞ্জ প্লেসের একটি অটোমোবাইল ক্লাবের প্রেসিডেন্টের রুমে ৩ যুবক ঢুকে মদন মিত্রর উপর স্টিং অপারেশন করার চেষ্টা করে এই তিন যুবকের মধ্যে একজন প্রেসিডেন্সির ছাত্র। তিন যুবককে রাতেই গ্রেফতার করে বালিগঞ্জ থানার পুলিশ। তাদের নাম অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল মুখার্জি। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।
[আরও পড়ুন :৬ রাজ্যের আর্জি খারিজ, JEE, NEET হবে সূচি মেনেই ]
রাতেই তাদের পরিবারের সদস্যরা মদন মিত্রের সাথে দেখা করেন। তার কাছে ক্ষমাপ্রার্থনা জানান তাঁরা। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল। শোনা যায়, তাদের কাছে খবর ছিল মদনবাবু কোন সময়ে এই সেখানে যাবেন। তারা ঢুকেই লুকানো মোবাইল ফোনে ছবি তুলতে থাকে। বিষয়টি নজরে আসতেই তাদের ধরে ফেলে পুলিশে দেওয়া হয়। মনে করা হচ্ছে ব্ল্যাকমেল করার পরিকল্পনা ছিল যুবকদের। অন্য একটি সূত্র জানাচ্ছে রাজনৈতিকভাবে তাঁকে বিপদে ফেলতেই এই স্টিং অপারেশন।
Post a Comment
Thank You for your important feedback