রহস্যজনকভাবেই বেলঘড়িয়ার এক NEET পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা ২০ বছরের রক্সিত মিত্তল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ। পরিবারের দাবি, ওই দিন সকাল ১০টা নাগাদ আলমবাজার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল রক্সিতকে। মন্দিরের সিসিটিভি ফুটেজে সেটা ধরাও পড়েছে। এরপর থেকেই কোনও খোঁজ নেই তাঁর। রহস্য ঘনিয়েছে মোবাইলের টাওয়ার লোকেশনে। ওইদিন ১১টা নাগাদ তাঁর মোবাইলে শেষ টাওয়ার লোকেশান দেখা গিয়েছিল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায়। তারপর মোবাইল সুইচ অফ হয়ে যায়।
রাতেই বেলঘরিয়া থানায় নিখোঁজ ডায়রি করেন পরিবার। যদিও বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙার কাছে এক আমবাগানে তাঁর স্কুটিটি পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। স্কুটির পাশেই ছিল রক্সিতের হেলমেটটি। বেলডাঙার পুলিশ ওই স্কুটির কাগজপত্র খতিয়ে দেখে যোগাযোগ করে বেলঘড়িয়া থানার সঙ্গে। উচ্চবিত্ত পরিবারের মেধাবী ছাত্র রাকশীতের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় রহস্য বাড়ছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত কোনও খোঁজ পায়নি ওই ছাত্রের। চলতি মাসেই NEET পরীক্ষায় বসার কথা ছিল তার।
Post a Comment
Thank You for your important feedback