মাদক নিয়ে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্র ধরে এবার ইডি জিজ্ঞাসাবাদ করল জাতীয় স্তরের এক বিলিয়ার্ড খেলোয়াড়কে। তাঁর নাম ঋষভ ঠক্কর। ওই হোয়াটসঅ্যাপে জানা গিয়েছে, উদয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে রিয়া ও ঋষভ কাউকে মাদক আনতে বলেছেন। ইডি টানা আটঘণ্টা জেরা করেছে ঋষভকে। ওই হোয়াটসঅ্যাপের কথাবার্তা এবং আর্থিক লেনদেনের বিষয়েই তাখে জেরা করা হয়। ঋষভ অবশ্য সবকিছুই অস্বীকার করেছে।
রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক
জানা যাচ্ছে, আরও বেশ কয়েকজনের সঙ্গে ঋষভের যোগ ছিল। তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও, গোয়ার এক হোটেল মালিক গৌরব আর্যকেও ইডি জেরা করেছে। রিয়ার সঙ্গে মাদক নিয়ে কথার জেরেই তাকে ডাকা হয়েছিল। মাদক আইনে রিয়া, তার ভাই সৌভিক, গৌরব আর্য, ম্যানেজার জয়া সাহা ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্তের মৃত্যর সঙ্গে মাদকের যোগ নিয়ো তদন্ত করছে তারা। মঙ্গলবার মুম্বইয়ে একাধিক জায়গায় হানা দেওয়া হয়েছে। বুধবার সকালে গ্রেফতার করা হয়েছে বাসিত নামে এক মাদক পাচারকারীকে। অভিযোগ, তার কাছ থেকেই মাদক কিনত সৌভিক। এপর আদে জাইদ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback