সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল তাজমহল। করোনার জন্য মার্চ মাস থেকেই বন্ধ ছিল পৃথিবীর এই সপ্তম আশ্চর্যের অন্যতম ঐতিহাসিক সৌধ। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই স্বাভাবিক কাজকর্মের বার্তা দিতেই এই সিদ্ধান্ত। তাজ দর্শণেও জারি থাকবে কঠোর স্বাস্থবিধি। দিনে পাঁচহাজারের বেশি পর্যটককে ঢুকতে দেওয়া হবে না। স্বাভাবিক সময়ে দিনে পর্যটক হত গড়ে কুড়ি হাজারেরও বেশি। টিকিট বিক্রি হবে কেবল অনলাইনেই। বছরে তাজমহল দেখতে আসতেন ৭০ লাখেরও বেশি দেশবিদেশের পর্যটক। করোনা আবহে বদলেছে অনেক কিছুই। এখন ভিতরে ঢুকতে হলে মাস্ক বাধ্যতামূলক। হবে থার্মাল চেকিং। তাজমহলের পাশাপাশি আগ্রা ফোর্টও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সেখানেও স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের প্রবেশ করতে হবে। উল্লেখ্য, আনলক পর্বে কেন্দ্র ট্রেন, বিমান চলাচল, বাজার, রেস্তোরাঁ খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হলেই ধীরে ধীরে দেশের পর্যটন শিল্পের উন্নতি হবে বলে মনে করছেন অভিজ্ঞমহল।
আগ্রা ফোর্ট
Post a Comment
Thank You for your important feedback