সোমবার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি সহ বেশ কয়েকটি ট্যাক্সি সংগঠন। পরিবহন ভবনের সামনে ধর্না অবস্থানেও বসতে চলেছেন তাঁরা। ভাড়াবৃদ্ধি সহ স্বাস্থ্যবিমার দাবিতে সোমবার ২৪ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি সহ বেশ কয়েকটি ট্যাক্সি সংগঠন। জ্বালানির দাম বাড়লেও ট্যাক্সি ভাড়া বাড়েনি তাই লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ধর্মঘটীদের। পাশাপাশি করোনা আবহে রাজ্য সরকারের কাছে স্বাস্থ্যবিমাও দাবি করছেন তাঁরা। ট্যাক্সিচালকেরা বলছেন, ট্যাক্সি চালিয়ে তাঁদের পকেটে কিছুই যাচ্ছে না। এদিকে সরকারও শুনছে না। তাই ধর্মঘট ছাড়া উপায় নেই। তবে এই ভাড়া বৃদ্ধির দাবিকে সমর্থন করছেন না আমজনতা। তারা বলছেন, করোনা আবহে সবার পকেটে টান পড়েছে। এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি করলে আখেরে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।
Post a Comment
Thank You for your important feedback