এখনও পর্যন্ত চিনের সঙ্গে পারস্পরিক গ্রহণযোগ্য কোনও সমাধানে পৌঁছনো যায়নি। মঙ্গলবার লোকসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সীমান্ত নিয়ে চিনের সঙ্গে মতভেদ রয়েছে। তিনি বলেন, ভারতীয় সেনার মনোবল তুঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রীর লাদাখ সফর বার্তা দিয়েছে, গোটা দেশ সেনাবাহিনীর পিছনে রয়েছে। চিনা প্রতিরক্ষামন্ত্রী সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ভারতীয় সেনা দায়িত্ববান। তবে দেশের অখণ্ডতা রক্ষায় তাদের দৃঢ়তা সন্দেহাতীত। তিনি এই প্রশ্নে সেনার পাশে দাঁড়াতে সর্বসম্মত প্রস্তাব নেওয়ার জন্যও অনুরোধ জানান। রাজনাথ বলেন, পূর্ব লাদাখ, গোগরা, কোংকা লা, প্যানগং লেকের উত্তর ও দক্ষিণ পাড়ে একাধিক সংঘাতের জায়গা রয়েছে। তবে সেনাবাহিনী যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে পুরো তৈরি। কূটনৈতিক চ্যানেলে চিনকে বলা হয়েছে, তারা যা করছে তা দ্বিপাক্ষিক সমঝোতার বিরোধী। তিনি জানান, লাদাখে প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার চিন অবৈধভাবে দখল করে রয়েছে। অন্যদিকে, পাক অধিকৃত ভারতের ৫,১৮০ বর্গ কিলোমিটার এলাকা পাকিস্তান চিনকে দিয়ে দিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback