মু্ম্বইয়ের পালি হিলসে কঙ্গনা রানাউতের অফিস ভাঙার ওপর স্থগিতাদেশ দিল বোম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেল তিনটে পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে বলেছে আদালত। মুম্বই পুরসভার বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। হাইকোর্ট পুসভার কাছে জবাব তলব করেছে। বুধবার মুম্বই ফেরার দিনই কঙ্গনা রানাউতের ৪৮ কোটি টাকার অফিসবাড়ি ভাঙতে শুরু করেছিল বৃহন্মুম্বই পুরসভা। কঙ্গনা মুম্বই পুলিশকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সঙ্গে তুলনা করে টুইটও করেছেন।
বেআইনি নির্মাণের অভিযোগ জানিয়ে মঙ্গলবার পালি হিলে কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মসের দফতরের বাইরে নোটিশ ঝুলিয়ে দিয়েছিল পুরসভা। ২৪ ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব না দেওয়ায় বুধবার বুলডোজার নিয়ে অফিস ভাঙার কাজ শুরু করে দেন পুরকর্মীরা। মোতায়েন করা হয় পুলিশ বাহিনীও। এদিন মুম্বই আসার আগে টুইটারে কঙ্গনা লেখেন, মণিকর্ণিকা ফিল্মসের অধীনে প্রথমে অযোধ্যা নামের একটি ছবির ঘোষণা হয়। আমার জন্য সেটি শুধুমাত্র ইট-পাথরের কোনও ইমারত নয়, বরং রামমন্দিরের সমান। আজ সেখানে বাবর এসেছে। ফের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ফের ভাঙা হবে রামমন্দির। কিন্তু একটা কথা মনে রেখো বাবর, মন্দির ফের গড়ে উঠবেই। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। কঙ্গনার টুইট --
বেআইনি নির্মাণের অভিযোগ জানিয়ে মঙ্গলবার পালি হিলে কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মসের দফতরের বাইরে নোটিশ ঝুলিয়ে দিয়েছিল পুরসভা। ২৪ ঘণ্টার মধ্যে সেই নোটিশের জবাব না দেওয়ায় বুধবার বুলডোজার নিয়ে অফিস ভাঙার কাজ শুরু করে দেন পুরকর্মীরা। মোতায়েন করা হয় পুলিশ বাহিনীও। এদিন মুম্বই আসার আগে টুইটারে কঙ্গনা লেখেন, মণিকর্ণিকা ফিল্মসের অধীনে প্রথমে অযোধ্যা নামের একটি ছবির ঘোষণা হয়। আমার জন্য সেটি শুধুমাত্র ইট-পাথরের কোনও ইমারত নয়, বরং রামমন্দিরের সমান। আজ সেখানে বাবর এসেছে। ফের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ফের ভাঙা হবে রামমন্দির। কিন্তু একটা কথা মনে রেখো বাবর, মন্দির ফের গড়ে উঠবেই। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। কঙ্গনার টুইট --
Babur and his army 🙂#deathofdemocracy pic.twitter.com/L5wiUoNqhl— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
Pakistan.... #deathofdemocracy pic.twitter.com/4m2TyTcg95— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
Post a Comment
Thank You for your important feedback