প্রকৃতিতে কতই না অজানা জীব প্রজাতি রয়েছে। যা বর্ণে, রূপে, গন্ধে তাক লাগিয়ে দেয় মানুষকে। এরকমই এক নীল রঙের সাপ নিয়ে মশগুল নেটিজেনরা। উজ্জ্বল লাল গোলাপে উজ্জ্বল নীল রঙের সাপ। প্রকৃতির এই অপরূপ দৃশ্যই এখন আকর্ষনের মূল কেন্দ্রবিন্দু সোশাল মিডিয়ায়। নানা রঙ, আকৃতির বিষধর বা বিষহীন সাপ রয়েছে বিশ্বে। তবে যে সাপটিকে নিয়ে নেটিজেনরা এখন জোর আলোচনায় ব্যস্ত সেটি পিট ভাইপার গোষ্ঠীর। এই প্রজাতির সাপ বেশ বিষাক্ত হয়। তবে নীল রঙের সাপ খুবই বিরল। আপাত নিরীহ মনে হলেও এই নীল পিট ভাইপারটি কিন্তু এক ছোবলে সর্বনাশ করে দিতে পারে। এর বিষে আভ্যন্তরীন ও বাহ্যিক রক্তক্ষরন হতে পারে শরীরে। দ্রুত চিকিতসা শুরু না হলে মৃত্যু নিশ্চিত। তাই ‘ভয়ঙ্কর সুন্দর’ তকমা জুটেছে এই সাপটির কপালে। আর লক্ষ লক্ষ মানুষ এই ভয়ঙ্কর সুন্দরের রূপে-রঙে মজে রয়েছেন।
Post a Comment
Thank You for your important feedback