সম্প্রতি বিজেপি সাংসদ অভিনেতা রবি কিষণ বলেছিলেন, বলিউডে মাদক চক্রের যোগ আছে। তাঁর বিরুদ্ধে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, যে, যে থালায় খাচ্ছো তাকেই ছিদ্র করছো? রবি অবশ্য প্রবীণ অভিনেত্রীর কথার প্রতিবাদ বা মন্তব্য করেননি| কিন্তু জয়াকে তীব্র আক্রমণ করেছেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা টুইট করে বলেন, আপনার মেয়ে শ্বেতাকে যদি কেউ কৈশোরে মারধর করতো অথবা শ্লীলতাহানি করত তবে কি জয়াজি এমন কথা বলতে পারতেন? যদি অভিষেককে ক্রমাগত আক্রমণ করা হতো বা তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত তাহলে কী বলতেন জয়াজি? কঙ্গনার এই টুইটের বিষয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের কলাকুশলীরা। অবশ্য অমিতাভ বচ্চন মুখ খোলেননি।
Post a Comment
Thank You for your important feedback