অনুব্রতকেই প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা


 

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তথা শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকেই প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার আরেক তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, সোশাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডলের নামে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে নিত্যানন্দ চট্টোপাধ্যায় ওরফে নিতাই নামে এক তৃণমূল নেতাকেই। তিনি গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা হিসেবে পরিচিত। এদিন তাঁকে আদালতে তোলার সময় নিত্যানন্দবাবু সোচ্চার হন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তাঁর দাবি, সোশাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ প্রচার হয়েছে। সেটা আমার গলা নয়। অন্য কারোর গলা বা সাজানো। তবে হুমকির বিষয়টি তিনি মেনে নিয়ে বলেন, অনুব্রত মণ্ডলের কাছ থেকে তিনি ২০ লাখ টাকা পান। সেটা তিনি কিছুতেই দিচ্ছেন না। এই টাকা চাইতে গিয়েছিলাম। অনুব্রত টাকা দিতে অস্বীকার করলেই মাথা গরম হয়ে যায়। তবে এদিনও নিত্যানন্দ চট্টোপাধ্যায় যথেষ্ট ক্ষোভ উগড়ে দিয়েছেন আদালত চত্বরের বাইরে। তিনি বলেন, ‘অনুব্রত একটা ক্রিমিনাল। কলার ধরেই ওই টাকা আমি আদায় করবো’। এদিন তিনি আরও বলেন, অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন অসুস্থ ছিলেন তখনই তাঁর কাছ থেকে অনুব্রত ২০ লাখ টাকা ধার নিয়েছিলেন। দুমাসেই ফিরিয়ে দেওয়ার কথা বললেও আজও সেটা ফেরত দেয়নি। উল্টে মিথ্যে মামলায় আমাকে ফাঁসিয়ে দিল। এরপরই সুর চড়িয়ে ওই তৃণমূল নেতার বিস্ফোরক মন্তব্য, ‘অনুব্রত দলের লোক হয় কী করে? ও একটা ডাকাত, খুনি। নিজেকে চিফ মিনিস্টারের থেকেও বড় মনে করে। ওর মেয়ে একসঙ্গে দুটো চাকরি করে কীভাবে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও একটা ক্রিমিনাল’। এই ঘটনায় বীরভূমে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন দলীয় সভায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলছেন দলীয় নেতা-কর্মীরা। এবার তো টাকা আত্মস্যাতের মতো মারাত্মক অভিযোগ করলেন তৃণমূলেরই এক নেতা। যদিও প্রাণনাশের হুমকি ও বিদ্বেষমূলক মন্তব্যের মামলায় তিনিই এখন হাজতে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post