ভোটের মুখে তৃণমূলের হিন্দি সেল, চেয়ারম্যান দীনেশ

এবার লক্ষ্য হিন্দিভাষী ভোটার। বিধানসভা ভোটের মুখে তৈরি হব দলের হিন্দি সেল। সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই কথা জানানো হয়েছে। এই সেলের চেয়ারম্যান হয়েছেন দীনেশ দ্বিবেদী, সভাপতি রাজ্যসভার সাংসদ বিবেক গুপ্তা। সোমবার হিন্দি দিবস। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রবীন্দ্রনাথের বৈচিত্রের মধ্যে ঐক্যের ভাবনা নিয়েই বাংলা বরাবর সবাইকে নিয়ে চলার পথে হেঁটেছে। তাঁর সরকার হিন্দি শিক্ষা, সংস্কৃতি এবং কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি কেন্দ্রের কাছে টুইটে আর্জি জানান, জাতীয় শিক্ষানীতি ২০২০-তে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হোক। এরাজ্যে অবাঙালি হিন্দিভাষীদের মধ্যে বিজেপির প্রভাব বেশি বলে মনে করা হয়। সেই ভোটে ভাগ বসাতে এই তৎপরতা, এমনটীই ধারণা রাজনৈতিক মহলের। দীনেশবাবু জানিয়েছেন, কোনও রাজনীতি নেই। বাংলা সংস্কৃতির মধ্যেই রয়েছে হিন্দি। আগামী বছর বাংলা এবং হিন্দিতে JEE-NEET পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি। এর আগে ২০১১ সালে হিন্দি সেল তৈরি হয়েছিল। কিন্তু এতদিন তার তেমন কোনও তৎপরতা দেখা যায়নি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post