আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রয়াত অভিনেতা উত্তম কুমারের ৯৪ তম জন্মদিবস। ৫০ থেকে৭০ দশকের শেষভাগ অবধি তিনিই ছিলেন বাংলা সিনেমার সর্বোত্তম নায়ক। একের পর এক ছবি করে তিনি বাংলা ছবির ব্যবসাকে সাফল্য এনে দিয়েছিলেন প্রায় একার চেষ্টায়। সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী থেকে অপর্ণা সেন কে নায়িকা ছিলেন না মহানায়কের? ১৯৮০ সালের ২৪ এপ্রিল তাঁর প্রয়াণে শূন্যতার সৃষ্টি হয় টলিউডে। প্রতিবছর এই দিনে বর্তমান শিল্পীদের পুরস্কৃত করা হয়। টালিগঞ্জে উত্তমকুমারের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বিভিন্ন ব্যক্তিত্ব। এবারে উত্তম উৎসব অনেকটাই ফিকে করোনা আবহে।
Post a Comment
Thank You for your important feedback