করোনা আবহের মধ্যেই আমরা নিউ নর্মাল লাইফে অভ্যস্ত হয়ে উঠছি। আনলক পর্বের ধাপ এগিয়ে চলেছে। এক এক করে খুলতে শুরু করেছে সবকিছুই। গত মাসেই জিম গুলোও খুলে গিয়েছে। এই করোনা আবহে সঠিক স্বাস্থ্যবিধি মেনে ফিট থাকতে টলি অভিনেতা অভিনেত্রীদের দেখা গেল শারীরিক কসরত করতে। দেখে নিন সেই সব ছবি।
জিমে গা ঘামাচ্ছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি
লকডাউনের সময়ে জিমে গিয়ে ঘাম ঝড়ানো মিস করেছেন অভিনেতা ইয়াশ। যেহেতু এখন জিম আবার খুলেছে তাই ফিটনেস সচেতন হিসাবে উৎসাহ পাচ্ছেন, যা বাড়িতে থেকে ততটা সম্ভব হচ্ছিল না, জানাচ্ছেন এই অভিনেতা।
আমরা যদি আমাদের কাজের জন্যা বাড়ির বাইরে বেরোতে পারি তবে জিমের জন্য নয় কেন, বলছেন অভিনেত্রী সায়ন্তিকা। লকডাউনের সময় কমপ্লেক্সের মধ্যেই হাঁটাচলা, সাইকেলিং বা যোগাভ্যাস করেছেন। কিন্তু জিমে ঘাম ঝড়ানোর সঙ্গে এর তুলনা হয় না। বলছেন অভিনেত্রী।
দীর্ঘ চারমাস পর জিমে গিয়ে ওর্য়াকআউট করাকে টাটকা বাতাসের সঙ্গে তুলনা করেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য।
ফিটনেসকে সবসময়ই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী। সতর্কতামুলক ব্যবস্থা একাধিক ব্যবস্থা রাখা হচ্ছে জিমগুলোতে কিন্তু তাও কোনওরকম ঝুঁকি না নিয়ে অভিনেত্রী তাঁর সঙ্গে গ্লাভস, বেশ কিছু মাস্ক, স্যানিটাইজার ও পালস অক্সিমিটার রাখছেন।
Post a Comment
Thank You for your important feedback