কচ্ছপকে দেখে কি মনে হয় আপনার? আপাত নিরীহ একটি প্রাণী। ধীরেসুস্থে চলাফেরা করা শান্ত স্বভাবের প্রাণী হিসাবে কচ্ছপের জুড়ি মেলা ভার। সেই কচ্ছপই যখন জল থেকে উঠে এসে শিকার করে আপনি অবাক হতে বাধ্য। কচ্ছপকে কখনও পায়রা ধরতে দেখছেন? দেখুন তবে এই ভিডিওটি। একটি জলাশয় থেকে উঠে এসে একটি পায়রাকে মুখে নিয়ে আবার চোখের নিমেষে তলিয়ে গেল কচ্ছপটি। মাত্র ১০ সেকেন্ডের এই ভিডিওটি সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। ইতিমধ্যে ১.৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এটি।
Turtle kills a pigeon pic.twitter.com/62WRVq8ZD7— Nature is Scary (@AmazingScaryVid) September 14, 2020
Post a Comment
Thank You for your important feedback