এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট ও টুইটার হ্যান্ডেল হ্যাক হল। সূত্রের খবর, হ্যাকাররা বৃহস্পতিবার ভোররাতে মোদির টুইটার হ্যান্ডেলটি হ্যাক করার পরই বেশ কয়েকটি টুইট করে। জানা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করার আবেদন করা হয়। প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল হ্যাক হওয়ার খবর স্বীকার করে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। যদিও প্রধানমন্ত্রীর দফতর এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি এই ব্যাপারে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের সঙ্গে যুক্ত টুইটার হ্যান্ডলটির নাম ‘নরেন্দ্রমোদি_ইন’। যেটি খোলা হয়েছিল ২০১১ সালে, যার ফলোয়ার সংখ্যা ২৫ লাখের বেশি। তবে বিষয়টি জানাজানি হতেই মোদির এই টুইটার হ্যান্ডলটি পুনরুদ্ধার করে ওই টুইটগুলি সরিয়ে দেওয়া হয়েছে। তবে ওই টুইটগুলির স্ক্রিনশট ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
Post a Comment
Thank You for your important feedback