করোনা কেড়ে নিয়েছে অনেক, সর্বনাশ হয়েছে অনেক ক্ষেত্রে| ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ বলে দাবি বণিক মহলে|কিন্তু বিপুল বিক্রি বেড়েছে দু চাকার যান বা মোটর সাইকেল, বাইক,স্কুটার , ব্যাটারি সাইকেল ইত্যাদির| গত দু বছর ধরে গাড়ি বিক্রি নিদারুন ভাবে কমে গিয়েছিলো কিন্তু করোনা আবহে বিক্রি বেড়েছে কয়েকগুন|
যারা নিয়মিত বাস ট্রাম কিংবা অটোতে যাতায়াত করতো লকডাউন ও সংক্রমণের ভয়ে তারা ধার দেনা কিংবা অফিস লোন নিয়ে কিনে ফেলেছে দু চাকার যান| গাড়িও বিক্রি হয়েছে দেদার এক গাড়ি সংস্থার কর্মী CN ওয়েব পোর্টালকে জানালেন, সব ধরণের গাড়ির বিক্রি বেড়েছে|এখন বুক করলে ৪ মাসের আগে ক্রেতার হাতে দু চাকার গাড়ি তুলে দিতে পারছি নাপাশাপাশি বাইকের চাপে কলকাতা সহ বিভিন্ন রাস্তায় প্রবল যানজট হচ্ছে|
Post a Comment
Thank You for your important feedback