ইউক্রেনে বিমান ভেঙে হত ২২ বায়ুসেনা ক্যাডেট

 

বায়ুসেনার ক্যাডেটদের নিয়ে যাওয়ার সময় একটি সেনা বিমান ভেঙে মৃত্যু হয়েছে ২২ জনের। গুরুতর আহত আরও ২। ক্যাডেটরা বায়ুসেনার খারকিভ বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছিলেন। শুক্রবার রাতে ইউক্রেনের চুহুইভ শহরের ঘটনা। সামরিক বিমানঘাঁটির কাছে একটি হাইওয়ের কাছে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। প্রশিক্ষণের সময় আন্তোনভ এএন-২৬ বিমানটির অবতরণের সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। কয়েকজন লাফিয়ে পড়েছিলেন মাটিতে। কীভাবে দুর্ঘটনা হল তার তদন্ত শুরু হয়েছে। মনে করা হচ্ছে, বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। পাইলটেরও অভিজ্ঞতার অভাব ছিল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post