১৩ দিন আগেই দিল্লির AIIMS হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়ি ফেরার ১৩ দিন পর ফের দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি হলেন মোদি সরকারের নম্বর-টু। সূত্রের খবর, কোভিড পরবর্তী চিকিৎসার জন্যই শনিবার রাতে ফের তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে অমিত শাহর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
দিল্লির AIIMS হাসপাতালের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি রয়েছেন মোদি মন্ত্রীসভার এই হেভিওয়েট সদস্য। উল্লেখ্য, গত ২ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৪ আগস্ট তিনি করোনা মুক্ত হন। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোম আইসোলেশনেই ছিলেন। কিন্তু আচমকাই ফের ১৮ আগস্ট গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন অমিত শাহ। তাঁকে তড়িঘড়ি দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর সুস্থ হয়ে ৩১ আগস্ট ফের বাড়ি ফিরেছিলেন তিনি। তবে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা কমেনি বলেই জানা যাচ্ছে। তাই ফের হাসপাতালে ভর্তি করানো হল অমিত শাহকে।
Post a Comment
Thank You for your important feedback