হায়না ও সিংহের লড়াইয়ে একতরফা ভাবে জয়ী সবসময় যে সিংহই হবে সে কথা নিশ্চিন্তে বলা যায়। কিন্তু এর উলটপুরানও সম্ভব যদি একজোট হওয়া যায়। একদল হায়নার সামনে শক্তিশালী সিংহীও যে কতটা অসহায় হতে পারে তা প্রমাণিত হচ্ছে ভারতীয় বনবিভাগের কর্মী সুধা রামেনের তোলা ভিডিও থেকে। যা ইতিমধ্যে ভাইরাল। ঘাস জমিতে একদল হায়না আক্রমণ করে একটি সিংহীকে হঠাৎই, ক্রমাগত কামড়াতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে বেশ কিছু সিংহী চলে আসায় প্রাণে বেঁচে যায় আক্রান্ত সিংহীটি এবং হায়নাদের ছত্রভঙ্গ করাও সম্ভব হয়। এই ভিডিওটি আবারও প্রমাণ করল একতাই শক্তি ও ক্ষমতার উৎস। এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ত্রিশ হাজার লোক দেখে ফেলেছেন, ১৬০০ লাইকও পড়েছে।
A video to understand the power of unity pic.twitter.com/qZTRAPkhSc— Sudha Ramen IFS 🇮🇳 (@SudhaRamenIFS) September 8, 2020
Post a Comment
Thank You for your important feedback