উত্তরপ্রদেশের হাতরসে নির্মমভাবে খুন হওয়া গণধর্ষিতা দলিত কিশোরীর দেহ গভীর রাতে পুড়িয়ে দিল পুলিশ। কিশোরীর পরিবারের অভিযোগ, তারা বারবার অনেক অনুরোধ করলেও পুলিশ জোর করেই দেহ দাহ করেছে। গ্রামবাসীরাও গাড়ি আটকে বিক্ষোভ দেখান। তারা শেষবারের মতো দেহটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কাকুতি মিনতি করছেন। পুলিশ কর্ণপাত করেনি।
মঙ্গলবার রাত ১০টা ১০ নাগাদ দিল্লির সফদরজং হাসপাতাল থেকে দেহটি ছাড়া হয়। আগে কিশোরীর বাবা-ভাই হাসপাতালেই বিক্ষোভে বসেছিলেন। তাঁদের অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়াই দেহ নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্য সরকার তিন সদস্যের সিট তৈরি করেছে। এক সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। এই মামলা চলবে ফাস্ট ট্রাক কোর্টে।
This is gutting. Police cremate Hathras gang rape victim after locking her family inside their home. This is the treatment meted out to DALITS https://t.co/TZ2xYsM0dD
— Swati Chaturvedi (@bainjal) September 30, 2020
Post a Comment
Thank You for your important feedback