সম্প্রতি টেলিকম সংস্থাগুলির বকেয়া লাইন্সেন্স ও স্পেকট্রাম মূল্য সংক্রান্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।। সময়সীমা বাড়ানোর সুযোগও দিয়েছে শীর্ষ আদালত। তবুও বিপুল বকেয়ার অর্থ জোগানের ক্ষেত্রে মহা সঙ্কটে ভোডাফোন–আইডিয়া(VIL)। তাদের ভবিষ্যৎ নিয়ে বাজারে শুরু হয়েছিল জল্পনা। যদিও শীর্ষ আদলতের নির্দেশে সকলের মতো তারাও বকেয়া কিস্তিতে মেটানোর বাড়তি সময় পাচ্ছে। তারপরেই VIL জানিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর অর্থ জোগাড় নিয়ে বৈঠকে বসবেন সংস্থার পরিচালকরা। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে তাতে কতটা ঋণ শোধ হবে।
তবে বণিকমহলের ধারণা, বকেয়া মিটাতে মাশুল বৃদ্ধির পথেই হাঁটতে পারে সংস্থা। পাশাপাশি বাজারে শেয়ার ছেড়ে, প্রাইভেট প্লেসমেন্ট সহ ঋণপত্র, ডিবেঞ্চারের মাধ্যমেও বাজার থেকে টাকা তুলে বকেয়া মেটানোর পথে হাঁটতে পারে ভোডাফোন-আইডিয়া। তবে সূত্রের খবর, তাঁদের হাতে থাকা সংস্থা ইন্দাস টাওয়ারের ১১.৫ শতাংশ শেয়ার বিক্রি করেই ৪০৪০ কোটি টাকা তুলতে পারে ভোডাফোন-আইডিয়া। সেক্ষেত্রে মাসুল বাড়ানোর সেরকম প্রয়োজন হবে না তাঁদের। অপর একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে ২০ শতাংশ মাসুল বৃদ্ধি করতে পারে ভিআইএল। উল্লেখ্য, ৫৮,২৫৪ কোটি টাকা বকেয়া মেটাতে হবে ভোডাফোনকে। এখনও পর্যন্ত তারা মিটিয়েছে ৭৮৫৪ কোটি।
Post a Comment
Thank You for your important feedback