আবারও রাজ্য পুলিশকে টুইটে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগে মুর্শিদাবাদ থেকে ৬ আল-কায়দা জঙ্গিকে এনআইএ গ্রেফতার করায় ‘পশ্চিমবঙ্গকে বোমা তৈরির কারখানা’ বলে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যপাল। সোমবার এক টুইটে তিনি রাজ্য পুলিশের একাংশকে সরাসরি সরীসৃপ বলে অভিহিত করলেন তিনি। তাঁর বিস্ফোরক দাবি, ‘শাসকদলের কথা মতো কাজ করছে পুলিশ’। এদিন তিনি টুইটে লেখেন, রাজ্য পুলিশের ডিজি উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছেন। শোচনীয় আইনশৃঙ্খলা নিয়ে তাঁর ডোন্ট কেয়ার ভাব দেখে আমি হতবাক। রাজ্য তো জঙ্গি, অপরাধী, বেআইনি বোমা তৈরির স্বর্গোদ্যান’।
@MamataOfficial এর পুলিশ ও প্রশাসনিক কর্তাদের একাংশ সরীসৃপে পরিণত হয়েছেন। ক্ষমতার অলিন্দে শুধু #MAP-র অবাধ যাতায়াত। সরকার-বহির্ভূত শক্তি প্রশাসনকে গ্রাস করেছে। যা অসাংবিধানিক ও অপরাধমূলক।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 21, 2020
একমাত্র সংবিধান মেনে প্রশাসন পরিচালনাই যথার্থ।@WBPolice pic.twitter.com/A7uw6w8kew
এই টুইটের কিছু আগে তিনি আরও একটি টুইট করেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মানবাধিকারের সবচেয়ে বড় বিপদঘণ্টা’ বলে উল্লেখ করেছেন। ওই টুইটে তিনি সরাসরি অভিযোগ করেছেন, ‘শাসক দলের হার্মাদদের দিয়ে বিরোধীদের উপর জুলুমবাজি এদের প্রধান কাজ হয়ে দাঁডিয়েছে। এমনকী সাম্প্রদায়িক উত্তেজনার সময়েও এক চোখো হয়ে বিশেষ শ্রেণীর উপর ব্যবস্থা নেওয়া, অন্য অংশকে রক্ষা করার ঘটনা অনভিপ্রেত এবং গ্রহণীয় নয়’। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই টুইটে রাজ্যপাল নাম না করে শাসকদলের মুসলিম তোষণ নিয়ে আক্রমণ করেছেন। উল্লেখ্য, এর আগেও রাজ্যপাল রাজ্য পুলিশের ডিজি-কে এক হাত নিয়েছিলেন। এবার তাঁকে উট পাখির সঙ্গে তুলনা করে রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে তুলোধনা করলেন।
Post a Comment
Thank You for your important feedback