বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরের কয়েকটি জেলায়। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টির সম্ভাবনা তৈরি হল দক্ষিণবঙ্গে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। অপরদিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায়। তবে এখনই আদ্রতা জনিত অস্বস্তি কাটবে না রাজ্যবাসীর, কারণ বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় এই পরিস্থিতি থাকবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে অবস্থান করছে। এছাড়া অসমের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া টানেই বঙ্গোপসাগর থেকে হুহু করে ঢুকছে জলীয় বাস্প। যার জেরেই বাতাসে আদ্রতা জনিত অস্বস্তি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
Post a Comment
Thank You for your important feedback