প্রসূন গুপ্ত
সোমেন মিত্রর মৃত্যুর পর কয়েক সপ্তাহ কেটে গেছে কিন্তু এখনও রাজ্য কংগ্রেস অভিভাবকহীন। যেমন কেন্দ্রীয় কংগ্রেস আজও ঠিক করতে পারেনি স্থায়ী সভাপতি, তথৈবচ অবস্থা বাংলাতেও। সভাপতির পদে বসতে নারাজ অনেকেই। ২০২১ বিধানসভা ভোট যে বেশ কঠিন তা বুঝতে পারছেন দলের প্রবীণ নেতারা। সম্প্রতি অন্যতম দাবিদার আব্দুল মান্নান, সোনিয়া গান্ধিকে পত্র দিয়ে জানিয়েছেন, অধীর চৌধুরীকে ফের সভাপতি করা হোক। সূত্র মারফত জানা গেছে, সংখ্যালঘু ভোটারদের কাছে অধীরই উজ্জ্বল মুখ। এর আগে অধীরের সভাপতি হওয়ার পিছনে মান্নানের হাত ছিল বলে জানা যায়। কিন্তু তারপরই অধীরের সাথে মান্নানের সম্পর্ক খুব খারাপ হয়ে যায় কিন্তু এবারেও অধীরেই আস্থা মান্নানের আস্থা। অধীরবাবুর ইচ্ছা অবশ্য মনোজ চক্রবর্তী বা নেপাল মাহাতোকে ওই পদে দেখার। তবে তার সম্ভবনা কম।
সোমেন মিত্রর মৃত্যুর পর কয়েক সপ্তাহ কেটে গেছে কিন্তু এখনও রাজ্য কংগ্রেস অভিভাবকহীন। যেমন কেন্দ্রীয় কংগ্রেস আজও ঠিক করতে পারেনি স্থায়ী সভাপতি, তথৈবচ অবস্থা বাংলাতেও। সভাপতির পদে বসতে নারাজ অনেকেই। ২০২১ বিধানসভা ভোট যে বেশ কঠিন তা বুঝতে পারছেন দলের প্রবীণ নেতারা। সম্প্রতি অন্যতম দাবিদার আব্দুল মান্নান, সোনিয়া গান্ধিকে পত্র দিয়ে জানিয়েছেন, অধীর চৌধুরীকে ফের সভাপতি করা হোক। সূত্র মারফত জানা গেছে, সংখ্যালঘু ভোটারদের কাছে অধীরই উজ্জ্বল মুখ। এর আগে অধীরের সভাপতি হওয়ার পিছনে মান্নানের হাত ছিল বলে জানা যায়। কিন্তু তারপরই অধীরের সাথে মান্নানের সম্পর্ক খুব খারাপ হয়ে যায় কিন্তু এবারেও অধীরেই আস্থা মান্নানের আস্থা। অধীরবাবুর ইচ্ছা অবশ্য মনোজ চক্রবর্তী বা নেপাল মাহাতোকে ওই পদে দেখার। তবে তার সম্ভবনা কম।
Post a Comment
Thank You for your important feedback