বিতর্কের মাঝেই আচমকা মুম্বই ছাড়লেন কঙ্গনা

দেশজুড়ে চলা মহা বিতর্কের মধ্যেই মুম্বই ছাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার সঙ্গে সরাসরি সংঘাত, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, এসবের মাঝেই তিনি মুম্বই ত্যাগ করলেন। তবে ভারাক্রান্ত হৃদয়েই যে তিনি মায়ানগরী ছেড়ে গেলেন সেটাও জানাতে ভোলেননি কঙ্গনা। সোমবারই এক টুইটে তিনি জানান, ‘ভারাক্রান্ত হৃদয়ে মুম্বই ছাড়ছি। গত কয়েক দিন ধরে যে ভাবে আমাকে বারংবার আক্রমণ করা হচ্ছিল, ভয় দেখান হচ্ছিল, তাতে করে পাকিস্তানের সঙ্গে তুলনা একেবারেই যথার্থ ছিল’। আপাতত জানা যাচ্ছে তিনি হিমাচল প্রদেশের মানালিতে নিজের বাড়িতেই যাচ্ছেন। মুম্বই ছাডা়র আগেও কঙ্গনা তোপ দাগতে ছাড়েননি।
তিনি টুইট বার্তায় ফের বলেন, মুম্বই পাক অধিকৃত কাশ্মীরের (POK) থেকে কোনও অংশে কম নয়। পাশাপাশি ফের শিবসেনাকে সোনিয়া সেনা বলেও কটাক্ষ করেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। এরপর চন্ডীগড় বিমানবন্দরে নেমেও ফের টুইট করেন কঙ্গনা। সেখান থেকে তিনি লেখেন, চণ্ডীগড়ে পৌঁছন মাত্রই তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। মানুষ তাঁকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন। অপরদিকে এতদিন বিতর্কের মাঝেও মুখে কুলুপ এটেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অবশেষে রবিবার তিনি মুখ খুলেছেন। উদ্ধব জানান, ‘আমি রাজনীতি নিয়ে কথা বলব না। এটা ঠিক, মহারাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে’। সবমিলিয়ে ঘটনাপ্রবাহ এখনই যে থামবে না সেটা বলাই বাহুল্য। তবে আচমকা কেন কঙ্গনা মুম্বই ছাড়লেন সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিন কয়েকটি টুইট করলেও মুম্বই ছাড়ার কারণ সম্পর্কে কিছুই জানাননি কঙ্গনা রানাউত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post