ফের অস্ত্র উদ্ধার বারুইপুরে। সেইসঙ্গে পুলিশ দুজন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) অভিযান চালায়। তাঁরা ফুলতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার রাতে বারুইপুরের খোলাখালি হাট এলাকা থেকে গ্রেফতার করল দুজন অস্ত্র বিক্রেতাকে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি ওয়ান শাটার পিস্তল। ধৃত দুই অস্ত্র বিক্রেতা সাবির লস্কর এবং হাফিজুল মোল্লার বাড়ি জয়নগর থানার ময়দা এলাকায়। ধৃত দুজনকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তাঁদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে আগ্নেয়াস্ত্রগুলি তাঁরা কোথা থেকে জোগার করেছেন। তাঁদের সঙ্গে কোনও বড়সড় অস্ত্র পাচার চক্র জড়িত রয়েছে কিনা।
Post a Comment
Thank You for your important feedback