অ্যামাজনের প্রায় ২০ হাজার কর্মী করোনায় সংক্রমিত। এতদিন অ্যামাজন এই তথ্য জানাতে চায়নি। তারা এখন জানিয়েছে, আমেরিকায় সামনের সারিতে কাজ করা তাদের ১৯,৮১৬ জন কর্মী আক্রান্ত। করোনা থেকে নিরাপত্তাব্যবস্থা নিয়ে বর্তমান ও প্রাক্তন কর্মচারীদের সমালোচনার মুখেও এই কোম্পানি মোট কতজন আক্রান্ত তা জানায়নি। বৃহস্পতিবার অ্যামাজন জানিয়েছে, ১ মার্চ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাদের ১৩ লাখ ৭০ হাজার মার্কিন কর্মীর মধ্যে সমীক্ষা করা হয়েছে। তবে, তাদের দাবি, আমেরিকার সাধারণ সংকর্মণের হারের সঙ্গে তুলনা করলে সংখ্যাটা ৩৩,৯৫২ হতে পারত। যা ভাবা গিয়েছিল প্রকৃত সংক্রমিত তার থেকে ৪২ শতাংশ কম। দিনে তারা হাজারের বেশি পরীক্ষা করাচ্ছে। এজন্য কোটি কোটি মার্কিন ডলার খরচ করছে অ্যামাজন, এটাই তাদের দাবি।
Post a Comment
Thank You for your important feedback