অক্টোবর ও নভেম্বর দেশে উৎসবের মরশুম। দুর্গাপুজো, রামলীলার পর দীপাবলি উৎসব। এই সময় সকলেই চান নিজের বাড়ি ফিরতে। আবার অনেকেই ঘুরতে যান পছন্দের জায়গায়। কিন্তু বর্তমান করোনা কালে অনেক কিছুই বন্ধ। ট্রেন পরিষেবাও পুরোপুরি চালু হয়নি। আনলক-৪ পর্বে কেন্দ্রীয় সরকার মেট্রো চালুর অনুমতি দিলেও যাত্রীবাহী ট্রেন পরিষেবা নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি। নির্দেশিকা নেই লোকাল ট্রেন চালু নিয়েও। ফলে বিপাকে ভ্রমণ পিপাসু মানুষ এবং নিজের পরিবারের কাছে ফিরতে চাওয়া মানুষজন। তবে পুরোদস্তুর ট্রেন পরিষেবা চালু নিয়ে কিছু না বললেও যাত্রীদের আশার বাণী শোনালেন রেলবোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। তিনি জানিয়ে দিলেন, আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে কমপক্ষে ২০০ স্পেশাল দূরপাল্লার ট্রেন চালানোর কথা ভাবছে রেল। তবে রুট নিয়ে খোলসা করেননি তিনি।
কোন কোন রুটে যাত্রীদের টিকিটের চাহিদা যাচাই করে এই স্পেশাল ট্রেনগুলির রুট ঠিক করা হবে বলেই রেল সূত্রে খবর। রেলবোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ইতিমধ্যেই রেলের বিভিন্ন জোনগুলিকে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। এরপর তাঁদের পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনা করেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সূত্রের খবর, অন্তত ২০০ ট্রেন চালানোর চিন্তাভাবনা করছে রেল। তবে সংখ্যাটা আরও বাড়তেই পারে। উল্লেখ্য, লকডাউন পরবর্তী সময়ে বিভিন্ন রুটে আড়াইশোর বেশি স্পেশাল ট্রেন চালু করে রেল। এরসঙ্গে ১৫টি রাজধানী স্পেশাল ট্রেনও চালাচ্ছে রেল। কয়েকটি রুটে টিকিটের চাহিদা বেশি থাকায় সেই রুটে বিশেষ ক্লোন ট্রেনও চালাচ্ছে রেল। এবার উৎসবের মরশুমে ২০০টির বেশি স্পেশাল ট্রেন চালু করতে উদ্যোগী হল দেশের বৃহত্তম গণপরিবহণ সংস্থা।
Post a Comment
Thank You for your important feedback