বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়েছে এবং উৎসব আনন্দে আরও বাড়তে পারে তাঁরা জানে। তবুও বাংলাদেশে সমস্ত পুজোই হচ্ছে। ওদেশেও করোনা বিধি আছে এবং সে সমস্ত মেনেই উৎসবের আয়োজন। গতবছর ঢাকায় পুজো হয়েছিল ২৩৭টি এবারেও কমতি নেই। কিন্তু চট্টগ্রামে পুজো বেড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেক বারোয়ারি পুজোর সামনে মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স থাকবে। থাকবেন সরকারি চিকিৎসকরা। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ একেবারে শেষের দিকে, আলো লাগানোও প্রায় শেষ| প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এই পুজো উপস্থিত থাকেন। উদ্বোধন করেন অনেকেই। তবে বাংলাদেশের পুজোয় খাওয়াদাওয়াটি জমজমাট ভাবেই হয়ে থাকে।
Post a Comment
Thank You for your important feedback