অঙ্গদান করলেন বিগ বি। পেয়েছন সবুজ স্বীকৃতি। ভাইরাল অমিতাভের সবুজ রিবন ছবি। সম্প্রতি নিজেই দুটি টুইট করে একথা জানিয়েছেন তিনি। এবার থেকে তিনিও অঙ্গদানে অঙ্গীকারবদ্ধ। তাঁরই স্বীকৃতিস্বরূপ সবুজ রিবন পেয়েছেন তিনি। এই স্বীকৃতি পেয়ে তিনি গর্বিত জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এভাবেই তাঁর ভাল লাগার কথা শেয়ার করে নিয়েছেন তিনি। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি, পুরোপুরি সুস্থ হয়ে কেবিসির সেটে জোর কদমে কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁরই মধ্যে অঙ্গদানের এই খবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি। তবে বচ্চন পরিবারে তিনিই প্রথম নন ,বচ্চন বধূ ও বচ্চন ঘরনী জয়া বচ্চন মরণোত্তর অঙ্গদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
T 3675 - I am a pledged ORGAN DONOR .. I wear the green ribbon of its sanctity !!🙏 pic.twitter.com/EIxUJzkGU6
— Amitabh Bachchan (@SrBachchan) September 29, 2020
Post a Comment
Thank You for your important feedback