আনলক ৫ পর্বে সিনেমা হল খোলার অনুমতি পাওয়া গিয়েছে। তবে তা নির্দিষ্ট সংখ্যক দর্শক নিয়েই। কিন্তু প্রায় ৭ মাস পর সিনেমা খোলার খবরে যথেষ্ট উত্তেজিত অভিষেক বচ্চন। আনন্দের বহিপ্রকাশ করেছেন টুইটের মাধ্যমে। আর এরপর ট্রোলড অভিষেক বচ্চন। সিনেমা খুললেও তিনি কর্মহীন হয়েই থাকবেন, এভাবেই কটাক্ষ করেছেন এক ব্যাক্তি। যদিও চুপ থাকার পাত্র নন ছোটে বচ্চন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে আমাদের কাজের সাফল্যা পুরোটাই নির্ভর করে দর্শকদের উপর। আপনাদের আমাদের কাজ ভালো না লাগলে আমরা কাজের সুযোগ পাবো না। তাই আমরা ভালোটা উজাড় করে দিই । আশা করি সব ভালো হবে।’ টুইটে লিখেছেন অভিষেক বচ্চন। যদিও এটিই প্রথম নয় এর আগেও নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি। গতমাসের অভিনেত্রী প্রাচী দেশাইয়ের ফলোয়ার সংখ্যা থেকে তাঁর ফলোয়ার সংখ্যা বেশি বলে ব্যঙ্গ করেছিলেন একজন, তাকেও ছাড়েননি অভিষেক।
No! Sorry. Don’t do that. But will be very happy to help you and introduce you to @MumbaiPolice am sure they, will be very happy to learn of your requirements and will assist you. 🙏🏽🚨🚓
— Abhishek Bachchan (@juniorbachchan) September 30, 2020
Post a Comment
Thank You for your important feedback