বিমল গুরুংয়ের বিরুদ্ধেই পাহাড়ে মিছিল

গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন প্রধান বিমল গুরুংয়ের বিরুদ্ধে পাহাড়ে মিছিল করল মোর্চার সমর্থকরা। রবিবার দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় শান্তিমিছিলের ডাক দিয়েছিল মোর্চার যুব সংগঠন। তাতে ভিড় উপচে পড়ল পাহাড়ে। মিছিলের মূল স্লোগান ছিল, ‘যাঁরা পাহাড়ে অশান্তি ছড়াতে চান, তাঁরা যেন আর না ফেরেন’। রবিবার দার্জিলিঙের চকবাজার থেকে মূল মিছিলটি করে মোর্চা নেতা বিনয় তামাং গোষ্ঠী। উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতায় প্রকাশ্যে দেখা গিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন প্রধান বিমল গুরুংকে।

তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন এবার বিজেপির হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরবেন। কিন্তু আদতে দেখা যাচ্ছে মোর্চার একাংশই তাঁকে মেনে নিতে নারাজ। তারা পরিষ্কারই বুঝিয়ে দিতে চাইছেন তাঁকে সহজেই জায়গা ছাড়বেন না। এদিনের কর্মসূচিই বুঝিয়ে দিল সংঘাত আসন্ন। উল্লেখ্য, রবিবারই বিমল গুরুংয়ের দার্জিলিং ফেরার কথা রয়েছে। অপরদিকে গুরুংকে স্বাগত জানিয়ে দার্জিলিঙের কয়েকটি এলাকায় পোস্টারও দিয়েছেন মোর্চার বিমলপন্থী সদস্যরা।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم