প্যারিসে এবার উড়ন্ত ট্যাক্সি। আগামী জুন থেকেই প্যারিসের উত্তরের এক বিমানবন্দর থেকে শুরু হয়ে যাবে এই ফ্লাইং ট্যাক্সির মহড়া। আগামী ২০২৪ সালের অলিম্পিক্স হবে ফ্রান্সে। তখন যেসব পর্যটক প্যারিসে আসবেন, তাঁরা ব্যবহার করতে পারবেন এই উড়ন্ত ট্যাক্সি।
দেখতে ড্রোনের মতোই। পুরো বিদ্যুৎচালিত এই গাড়ির সরাসরি উপরে ওঠা নামার সুবিধা রয়েছে। জার্মান সংস্থা ভোলোকপ্টার এই ফ্লাইং ট্যাক্সি তৈরি করছে। কোম্পানি জানাচ্ছে, তারা যাত্রী এবং মালবহনের কাজ করবে। অন্যান্য যানবাহনের পরিপূরক হিসেবেই কাজ করবে এটি। বিশেষ করে, সুবিধা এনে দিয়েছে ২০২৪ অলিম্পিক্স।
তবে শেষপর্যন্ত তা নির্ভর করবে বাসিন্দাদের এবং নিরাপত্তা বিভাগের অনুমতির ওপর। প্রয়োজন এয়ার ট্রাফিকের সম্মতিরও। আগামী বছরের জুনে হবে পার্কিং এরিয়ার কাজ। সেইসঙ্গে রিচার্জ করা এবং নীচে মাটিতে মার্কিংয়ের কাজও চলবে।
ভোলোসিটিতে রয়েছে ১৮টি রোটার এবং ৯টি ব্যাটারি প্যাক। প্রতিটি এয়ার ট্যাক্সিতে যেতে পারবেন দুজন। ২০০ কেজি পর্যন্ত মালও নিতে পারবেন তাঁরা। এর গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার, উঠতে পারে ৪০০ থেকে ৫০০ মিটার উচ্চতায়। এর আগে সিঙ্গাপুরেও এর পরীক্ষা করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback