মুম্বইয়ের বিমানবন্দরে যাওয়ার একটাই রাস্তা আছে ওই শহরে এবং তাদের বদনাম বিকেলের পর থেকে যানজট হওয়ার। কিন্তু তাকেও টপকে যাচ্ছে কলকাতা। লকডাউনের পর থেকেই দেখা যাচ্ছে কোনও অজানা কারণে নিয়মিত যানজট। একদিকে ভিআইপি রোড অন্যদিকে যশোহর রোড, যাত্রীরা অস্থির হয়ে যাচ্ছে বাস বা গাড়িতে বসে। একেই করোনা আবহে মাস্ক মুখে দিয়ে দমসম অবস্থা তার উপর গাড়িতে বসে ঘেমে নেয়ে একশেষ হওয়া।এটা সত্যি বাইক বা প্রাইভেট গাড়ি বেড়েছে কিন্তু প্রশাসনের এটাও মনে রাখতে হবে উত্তর থেকে মধ্য বা দক্ষিণ কলকাতায় যাওয়ার এই একটিই রাস্তা। এছাড়া বিমানযাত্রীরা তো আছেনই। ট্রাফিক পুলিশের জায়গায় সিভিক ভলেন্টিয়ার সংখ্যাই বেশি। সামনে পুজো, এই এলাকার আরও সতর্ক হওয়া উচিত অন্তত করোনা সংক্রমণের কথা ভেবে।
Post a Comment
Thank You for your important feedback