দীর্ঘ ৬ মাস পর শ্যুটিংয়ে ফিরলেন আলিয়া ভাট। করোনা অতিমারী পরিস্থিতির মধ্যেও আমরা সকলে নিউ নর্মালে ফিরছি। আনলক পর্বে সবকিছুই খুলছে এক এক করে। সোশাল মিডিয়ায় জানালেন আলিয়া নিজেই। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি ও তাঁর বাবা পরিচালক মহেশ ভাট সোশাল মিডিয়ায় নেটিজেনদের রোশের মুখে পড়েন। এই পরিস্থিতিতেই তিনি ফের শ্যুটিং ফ্লোরে ফিরতে চলেছেন। পাশাপাশি বলিউড তারকারাও ফিরছেন শুটিং ফ্লোরে। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং শুরু করলেন আলিয়া।
So so looking forward to joining the team 💙
— Alia Bhatt (@aliaa08) October 6, 2020
Await #RamarajuforBheemOnOct22! https://t.co/RUi9ZNycCq@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @oliviamorris891 @RRRMovie @DVVMovies #WeRRRBack #RRRMovie
করোনা আবহের কারণে প্রায় ৬ মাসের একটা লম্বা বিরতির পর আবার শ্যুটিং পর্ব শুরু হল। ১ অক্টোবর থেকে শ্যুটিং পর্ব শুরু হয়েছে। ৭টায় রিপোর্ট করেন সেটে। কাজ চলে ভোরের আলো ফোটা পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে সেটের বেশিরভাগ অংশটি খুলে ফেলা হলেও কামাথিপুরার আদলে তৈরি সেটটি একই রাখা হয়েছে। কোভিড প্রোটোকল মেনেই কাজ চলেছে। কলাকুশলী ও অভিনেতা মিলিয়ে ৫০ জন কাজ করছেন। ৬০ এর দশকের কামাথিপুরার যৌনপল্লীর প্রভাবশালী ম্যাডামের ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। সঞ্জয় লীলার সঙ্গে আলিয়ার প্রথম ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। ২০১৮ তে পদ্মাবতের পর ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে যথেষ্টই আশাবাদী সঞ্জয়লীলা বনশালী।
Post a Comment
Thank You for your important feedback