সুপ্রিম কোর্টের এক বিচারপতিই নাকি নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছেন। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তিনি নালিশ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের কাছেও। ‘প্রধান বিচারপতির দৌড়ে থাকা’ ওই বিচারপতি তেলুগু দেশম পার্টির নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করছেন।পাশাপাশি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের কয়েকজন বিচারপতিও ওই ষড়যন্ত্রে যুক্ত বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন জগনমোহন রেড্ডি। এই অভিযোগের কথা জানাজানি হতেই দেশের রাজনৈতিক মহলে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই মনে করতে পারছেন না এর আগে এই ধরণের কোনও অভিযোগ উঠেছিল কিনা।
কার্যত নজীরবিহীন এই অভিযোগে আইনজীবী মহলেও শোরগোল পড়েছে। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে জগনমোহন রেড্ডি লিখেছেন, ‘গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে সঙ্কটের মুখে ঠেলে দিতে বা ফেলে দিতে হাইকোর্টের মতো মহান প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে’। তাঁর আরও দাবি, সুপ্রিম কোর্টের ওই বিচারপতি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের চার বিচারপতির ওপর প্রভাব খাটাচ্ছেন এমনকি চন্দ্রবাবু এবং তাঁর পার্টির বিভিন্ন মামলা পালা করে দেখভাল করছেন। জানা গিয়েছে, এই দাবির পিছনে যথেষ্ট তথ্য-প্রমানও প্রধান বিচারপতিকে দিয়েছেন জগনমোহন।
Post a Comment
Thank You for your important feedback