ভারতীয় টেস্ট ক্রিকেটের সবচাইতে নীরব ক্রিকেট প্রতিভা অনিল কুম্বলে। শুধু খেলা নয় লেখাপড়াতেও তাঁর প্রতিভার প্রকাশ হয়েছে। তিনি একজন প্রথম বিভাগ পাওয়া ইঞ্জিনিয়ার। ক্রিকেটে কর্নাটকের প্রতিনিধিত্ব করার পর ভারতীয় দলে সুযোগ পান ১৯৯০ সালে। ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়ে ভারতে শীর্ষে আছেন। ODI খেলেছেন ২৭১টি উইকেট পেয়েছেন ৩৩৭ টি| শেষ বেলায় IPL খেলে ৪২ ম্যাচে ৪৫ উইকেট পান। এসব তো ক্রিকেটের পরিসংখ্যান কিন্তু দেশের স্বার্থে দু বার অধিনায়ক হয়েছেন দুবারই অন্যায় ভাবে তাঁকে সরানোও হয়েছে। কোনওদিন দলের বা দেশের অধিনায়কের বিরুদ্ধে টু শব্দ করেননি। এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার পরও উচ্ছ্বাস প্রকাশ না করে বলেছেন " এতো টিম ইন্ডিয়া"। আজও কর্মক্ষেত্রের সাথে ক্রিকেটের সাথেই যুক্ত। ইয়াদুরাপ্পার অনুরোধ থাকা সত্বেও রাজনীতি থেকে দূরেই থেকেছেন। আজ জিম্বো বা কুম্বল অথবা অনিলভাই ৫০ বছর পূর্ণ করলেন।
Post a Comment
Thank You for your important feedback