অভিনয়ের হীরক জয়ন্তীতে অপর্ণা সেন

 

 মনে হয় অনেকেরই এইতো সেদিনের ঘটনা। বাচ্চা অপর্ণা সত্যজিতের ছবিতে এলেন। এরই মধ্যে ৬০ বছর হয়ে গেল? এটাই সত্যি, অভিনয় জগতে ৬০ বছরে পা দিলেন বাংলা চলচিত্রের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন। ১৯৬১তে তৎকালীন মুখ্যমন্ত্রী ড. বিধান রায়ের অনুরোধে সত্যজিৎ রায় " তিন কন্যা" ছবিটি তৈরি করেন। তাতে তিনটি রবীন্দ্রনাথের ছোট গল্পের শেষেরটি ছিল " সমাপ্তি"। তাতে তিনি ১৪ বছরের বালিকা অপর্ণা দাশগুপ্তকে নিয়ে এসেছিলেন এবং সেই থেকে অপর্ণার চলা, যা আজও সিনেমা জগতে বিদ্যমান। ইংরেজি, বাংলা, হিন্দি তিন ভাষাতেই অভিনয় করেন অপর্ণা। পরিচালনা করেন ইংরেজি, বাংলা দুই ভাষাতেই। আজ অপর্ণার প্রিয় নায়ক সৌমিত্র করোনার সঙ্গে লড়ছেন। পাশাপাশি এই ছবিতে সত্যজিতের সংগীত পরিচালনায় প্রথম গান রেকর্ড হয়,করেন কণিকা বন্দ্যোপাধ্যায়, যাঁর আজ ৯৬ তম জন্মদিন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post