২০১৪ সালে কমনওয়েলথ গেমসে কুস্তিতে সোনা পেয়েছিলেন ববিতা ফোগাত। তারপরই তার জীবনী নিয়ে তৈরি হলো আমির খানের দঙ্গল। অভিনয়েও দক্ষতা দেখিয়েছিলেন ববিতা। ২০১৬-তে খেলা ছেড়ে দেন ববিতা। এরপর হরিয়ানা সরকারে ক্রীড়া ও যুবকল্যাণ দখতরে ডেপুটি ডিরেক্টরের চাকরি পান। একবার বলিউড থেকে অফার এসেছিল অভিনয়ের জন্য কিন্তু শেষপর্যন্ত আর মুম্বাই যাওয়া হয়নি। এরপর হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টরের অনুরোধে ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হন কিন্তু পরাজিত হন। এবারে সরকারি চাকরিটি ছেড়েই দেন ববিতা, চান পুরোদস্তুর রাজনীতির সাথে যুক্ত হতে। এই বিষয়ে ফের দলের সাথে কথাও হয়। ববিতা জানাচ্ছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করবেন এবং প্রার্থীও হবেন।
Post a Comment
Thank You for your important feedback