বিহারের বিধানসভার নির্বাচনের প্রথম দফায় শারীরিকভাবে অশক্ত, ৮০ বছরের বেশি ৫২ হাজারেরও বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। ২৮ অক্টোবর এই ভোট হবে। সোমবার নির্বাচন কমিশন এই কথা জানিয়েছেন। প্রথম দফার ৭১টি কেন্দ্রের বুথপর্যায়ের অফিসাররা শারীরিকভাবে অক্ষ।ম এবং ৮০ বছরের বেশি বয়সী প্রায় ২ লাখ ভোটারের সঙ্গে যোগাযোগ করেন। বাকি ভোটাররা বুথে গিয়েই ভোট দেবেন বলে জানিয়েছেন। যাঁরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন একটি পূর্বনির্দিষ্ট দিনে তাঁদের বাড়িতে যাবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা। ভোটদানের ছবি তোলা হবে ভিডিওতে। পরবর্তচী দুই দফার ভোটেও এই পদ্ধতি নেওয়া হবে। করোনা পরিস্থিতে নির্বাচন কমিশন এই বিশেষ ব্যবস্থা করেছে।
Post a Comment
Thank You for your important feedback