তিনি আক্ষরিক অর্থেই বলিউড শাহেনশা। যার কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। যার ব্যারিটোন ভযেস ও অভিনয় জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। রবিবার তিনি পা দিলেন ৭৮ বছর বয়সে। ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত। ৭৮-এও তিনি বলিউডের নতুন প্রজন্মকে টক্কর দিতে পারেন অনায়াসেই। তাই বিগ-বি ফ্যানেদের কাছে ১১ অক্টোবর মানেই উৎসব পালনের অন্যতম একটি দিন। প্রতিবছরই এদিন মুম্বইয়ের অমিতাভের বাংলো জলসার সামনে হাজারও মানুষ ভিড় জমান। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। করোনা আবহের কারণে ভিড় এড়িয়েই চলছে আমজনতা। সোশ্যাল মিডিয়াই তাই একমাত্র ভরসা। অমিতাভের ফ্যান থেকে শুরু করে তাঁর বন্ধু বান্ধব, সহকর্মীরা সকলেই তাঁর জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। সকলের ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজের হাত জোড় করা ছবি দিয়ে ইংরেজি, হিন্দি, ফ্রেঞ্চ, উর্দু, মান্ডারিনসহ একাধিক ভাষায় ধন্যাবাদ লিখে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন।
T 3687 - .. your generosity and love be the greatest gift for me for the 11th .. I cannot possibly ask for more ..🙏 pic.twitter.com/Val1wZCMNh
— Amitabh Bachchan (@SrBachchan) October 10, 2020
Post a Comment
Thank You for your important feedback