সোমবার সকালে বেলেঘাটা গান্ধি ময়দানের কাছে ফ্রেন্ডস সার্কেল ক্লাবে প্রচণ্ড বিস্ফোরণে দোতলার একটি ঘরের ছাদের একটি অংশ উড়ে গিয়েছে। ভেঙেছে দেওয়ালেরও একাংশও। ভিতরের দেওয়ালে পোড়া কালো ছোপ। এরপরই বিজেপির নেতানেত্রীরা ঘটনাস্থল ঘুরে দেখেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল রাজ্যে বড়মাপের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আজ তার প্রমাণও পাওয়া গেল বেলেঘাটা মেন রোডের ক্লাবে ভয়াবহ বিস্ফোরণে। ক্লাবটির ছাদটি উড়ে গিয়ে কয়েক মিটার দূরে পড়েছিল। সন্দেহ করা হচ্ছে, এখানে বিপুল পরিমাণ বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। বেলেঘাটা কাণ্ডে এনআইএ তদন্তের দাবি করেছেন বিজেপি নেতানেত্রীরা। ক্লাবের সঙ্গে যুক্তদের দাবি, দোতলার ওই ঘরে রাখা গ্যাস সিলিন্ডার রাখা ফেটে গিয়েছে কোনওভাবে। ওটা বাচ্চাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। কীভাবে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ। সেখানে ফরেনসিক টিমও গিয়েও তদন্ত করেছে। সেখানে বোমা তৈরির মালমশলা মিলেছে বলে দাবি করা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback