অষ্টমীর রাতে বাগনানে গুলিবিদ্ধ বিজেপি নেতা আশঙ্কাজনক

ফের বিজেপি নেতার ওপর চলল গুলি। এবার হাওড়ার বাগনানে। শনিবার, অষ্টমীর রাতে কিঙ্কর মাঝি নামে ওই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে বসেছিলেন তিনি। অভিযোগ, সে সময় কয়েকজন দুস্কৃতী আচমকা তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। এরপরই তাঁরা এলাকা ছেড়ে চম্পট দেয়। গুলিবিদ্ধ অবস্থায় কিঙ্করকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দলীয় কর্মীরাই। উল্লেখ্য, কিঙ্কর মাঝি বাগনানে বিজেপি–র ৫ নম্বর মণ্ডলের সহ সভাপতি। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের দাবি, জমি বিবাদের জেরেই এই ঘটনা। রাতের দিকেই অবস্থার অবনতি হয় বিজেপি নেতার। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ৮ বোতল রক্ত দিতে হয়েছে তাঁকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post