দ্রুত লোকাল ট্রেন চালু হোক, রেলমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি সাংসদ

 

করোনা আবহে প্রায় সাতমাস বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। এই নিয়ে দিকে দিকে অসন্তোষের সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনে শিয়ালদা ও হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুরও হয়েছে। তবুও লোকাল ট্রেন কবে চালু হবে সেটা নিয়ে কোনও উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় সরকার বা রেলমন্ত্রকের। এই পরিস্থিতিতে এবার রেলমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত লোকাল ট্রেন চালুর দাবি জানালেন বিজেপি সাংসদ স্বপন দাসগুপ্ত। রাজ্যসভার এই বিজেপি সাংসদ রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে বাংলায় যত দ্রুত সম্ভব লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানালেন। পাশাপাশি তিনি চিঠিতে উল্লেখ করেছেন মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবার প্রসঙ্গও। স্বপন দাসগুপ্ত নিজেই টুইট করে এই চিঠির কথা জানিয়েছন।

উল্লেখ্য, আনলক-৫ পর্বে মেট্রো চালুর গ্রিন সিগনাল দিলেও লোকাল ট্রেন নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু এর আগেই রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন রাজ্য চাইলেই লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হবে। অপরদিকে জানা গিয়েছে নবান্নের তরফেও রেল বোর্ডকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালুর অনুরোধ করা হয়। তবুও নিশ্চুপ রেলমন্ত্রক। এদিকে রেলকর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মচারিদের জন্য যে স্টাফ স্পেশাল ট্রেন চলছে সেটাতে হামলার ঘটনা সামনে আসছিল। এমনকী ওই ট্রেনে সাধারণ যাত্রীরাও জোর করে উঠে পড়ছিলেন। ফলে নজরদারি বাড়িয়ে ওই অবৈধ যাত্রীদের চিহ্নিত করে জরিমানা করছিল রেল। এতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। বিভিন্ন সময়ে রণক্ষেত্রের চেহারা নেয় সোনারপুর লিলুয়া, পাণ্ডুয়া, চুঁচুড়া স্টেশন। হয় ভাঙচুর-অবরোধ। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদের চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post