সোমবার সাতসকালেই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। মুর্শিদাবাদের রেজিনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের চাকায় পিষ্ট হলেন তিনজন। ভোরের নমাজ সেরে তিনজন মসজিদ থেকে বাড়ির পথে যাচ্ছিলেন। সেইসময় একটি ১২ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ও দুটি বৈদ্যুতিক পোলে ধাক্কা মারে, পরে তিনজনকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আরও কয়েকজন কমবেশি আহত হয়েছেন এই দুর্ঘটনায়। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় আরও দুজনের। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকায় যথেষ্ঠ উত্তেজনা তৈরি হয়। দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। অবরোধে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনীর তৎপরতায় অবরোধ উঠে যায়।
Post a Comment
Thank You for your important feedback