কৃষি আইনের বিরোধিতা, পাঞ্জাবে শুরু অনির্দিষ্টকালের বিক্ষোভ

 

অমৃতসরের স্বর্ণ মন্দিরে পুজো দিয়ে শুরু হল শিরোমনি অকালি দলের কিষাণ পদযাত্রা। একইসঙ্গে দমদমা সাহিব ও কেশগড় সাহিব থেকেও মিছিল বেরিয়েছে। শেষ হবে মোহালিতে। অকালি দলের সভাপতি সুখবিন্দর সিং স্বর্ণমন্দিরে এই মিছিলের সূচনা করেছেন। কৃষি আইনের প্রতিবাদে মোদি মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার পর এনডিও-ও ত্যাগ করেছে অকালি দল। তারপরই গোটা পাঞ্জাব জুড়েই শুরু হয়েছে তাদের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন। একইসঙ্গে বুধবার থেকেই অনির্দিষ্টকালের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে পাঞ্জাবের ৩১টি কৃষক সংগঠন। বিক্ষোভকারীদের জন্য তৈরি করা হচ্ছে লঙ্গর। সেখান থেকে খাবার বিলি করা হবে। রেললাইনে এবং বিজেপি নেতাদের বাড়ির সামনে তাঁরা অবস্থান করবে। বহুজাতিক কোম্পানির অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ হবে। কৃষি বিলে রাষ্ট্রপতি সই করে দেওয়ার পর এটা এখন পুরোদস্তুর আইনে রুপান্তরিত হয়েছে। কিন্তু এই আইনের বিরোধিতা থামার কোনও লক্ষণ নেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post