Homeকরোনা আক্রান্ত ৬৩ লাখ ছাড়াল, মৃত লাখের দোরগোড়ায় byCalcutta News October 01, 2020 0 Comments দেশে করোনায় সংক্রমিত ৬৩ লাখ ছাড়াল। নতুন করে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৬,৮২১ জন, মারা গিয়েছেন ১,১৮১ জন। সবমিলিয়ে মোট আক্করান্ত এখন ৬৩,১২,৫৮৫ জন। সুস্থ হয়েছেন ৫২,৭৩,২০২ জন। মোট মৃত ৯৮,৬৭৮। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৭,৫৬,১৯,৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। Tags করোনা দেশ প্রথম পাতা Share
Post a Comment
Thank You for your important feedback