বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের বিভিন্ন শাখা সংগঠন এবং মণ্ডলগুলিকে সংগঠন নিয়ে প্রস্তুতি নিতে বলেছেন। যদিও তৃণমূল বা সিপিএমের মতো সর্বত্র তাঁদের সংগঠন জায়গা করে উঠতে পারেনি কিন্তু তা সত্বেও বিধানসভাভিত্তিক সংগঠন প্রস্তুত রাখতে বলা হয়েছে। ২০১৯-এর জেতা লোকসভা অঞ্চলগুলিকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। জমায়েত হবে মধ্য কলকাতায়, সেখান থেকে বহুভাগে ভাগ হয়ে মিছিল রওনা হবে হাওড়ার দিকে। পাশাপাশি হাওড়া ও ধর্মতলা বাসস্টান্ডেও জমায়েত করার কথা ভাবা হচ্ছে। বলা যেতে পারে বৃহস্পতিবার অবরুদ্ধ হতে পারে কলকাতা। ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বড়বাজার, স্ট্র্যান্ট রোড সংলগ্ন এলাকায় অলিখিত বনধের চেহারা নিতে চলেছে বিজেপির নবান্ন অভিযান ঘিরে।
Post a Comment
Thank You for your important feedback