রাজ্যে করোনা সংক্রমণ বাতাস বাহিত হওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে মিলছে গোষ্ঠী সংক্রমণের প্রমাণও। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানান। পুজোর সময় সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। পুজোর দিনগুলিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের বাড়তি দায়িত্ব নিতেও বলেছেন। পুজোর দিনগুলিতে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সর্বক্ষণ খোলা থাকবে কন্ট্রোল রুম। সরকারি হাসপাতালগুলিতে আরও ২,৪৭৫ জন নার্স নতুন করে নিয়োগ করা হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে আগামী দু’দিনের মধ্যে সরকারি হাসপাতালগুলিতে নতুন করে ২৯৪টি শয্যা বাড়ানো হচ্ছে। প্রায় ৬০০ বাড়তি বেড দেওয়া হচ্ছে আইসিইউ-তে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরীক্ষার এবং চিকিৎসার খরচ কমানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback